মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মার্চ:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের মোড়ে মোড় ঘুরতে গিয়ে গরু বোঝায় একটি নছিমন নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয় মেহেরপুরের ৪ গরু ব্যবসায়ী। আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামের মিনারুলের ছেলে গরু ব্যবসায়ী আলামিন হোসেন,একই গ্রামের গরু ব্যবসায়ী রাকিব,মিন্টু এবং টেংরামারি গ্রামের তুহিন প্রমূখ। আহতদের মধ্যে মারাত্নক জখম আলামিন হোসেন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়ি ফিরেছে।
মেহেরপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত আলামিনের অবস্থা আশংকামুক্ত।
জানা যায়,আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের ৪ গরু ব্যবসায়ী আশরাফপুর গ্রাম থেকে নছিমনে গরু নিয়ে বিক্রির উদ্দেশ্য চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিয়ালমারির হাটে রওয়ানা হয়। নছিমনটি চুয়াডাঙ্গা জেলার চরুলিয়া গ্রামে পৌছিয়ে দ্রুতগতির সাথে চালক মোড় ঘুরতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে নছিমনটি সড়কের পাশে পড়ে যায়। আহত হয় ৪ ব্যবসায়ী। গ্রামবাসীরা আহতদের রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
