আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগস্ট:
চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে মারা যাওয়া মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক নাজির মৃত সাইদুরের ছেলে মেহেরপুর পিডিবি’র এমএলএসএস কর্মকর্তা শফিকুর রহমান তপনের লাশ রাতে পরিবারের কাছে হস্তান্তর করছেনা রেল কতৃপক্ষ।
রেল কতৃপক্ষ বলছে,লাশ হস্তান্তরের আগে বেশ কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেগুলো শেষ করে রোববার দুপুরে লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হবে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মেহেরপুর নিউজকে বলেন,লাশ পুলিশ হেফাজতে রয়েছে। রোববার সকালে চুয়াডাঙ্গা মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
লাশের কাছে থাকা আমঝুপি ইউপি’র সাবেক চেয়ারম্যান বোরহানউর্দ্দিন চুন্নু মুঠোফোনে মেহেরপুর নিউজকে জানান,সকালে ময়নাতদন্ত শেষে লাশ পাওয়া যাবে। আশাকরছি রোববার বিকেলে লাশ দাফন করা হবে।
উল্লেখ্য,আজ শনিবার বিকেল ৩ টার দিকে চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জে ট্রেনের নিচে কাঁটা পড়ে মারা যায় মেহেরপুর পিডিবি’র এমএলএসএস কর্মকর্তা শফিকুর রহমান ।
