মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা ফুটবল একাডেমীর উদ্যোগে কাঁঠালপোতা মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান কাপ নাইট ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাব জয়লাভ করেছে।
শুক্রবার রাতে অনুষ্ঠিত খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব ২-০ গোলে আমঝুপি পাবলিক ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ৬ এবং ১৬ মিনিটের মাথায় হরিরামপুর সীমান্ত ক্লাবের অধিনায়ক রমে গোল দুটি করেন।
চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট মোট ১৬ ক্লাব অংশগ্রহণ করছে। চেয়ারম্যান কাপ নাইট ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো রুদ্রনগর একাদশ, বোয়ালমারী একাদশ, বলিয়ারপুর প্রভাতী ক্লাব, মেহেরপুর সিটি ক্লাব, কলাইডাঙ্গা একাদশ, বিষ্ণুপুর একাদশ, ফিউচার ফুটবল একাডেমি, রেনবো ক্লাব, কাঠালপাতা ফুটবল একাডেমি, গোবিন্দহুদা ফুটবল একাডেমি, রাজনগর ফুটবল একাডেমি, কালিয়া বকরি ফুটবল একাদশ, পিরোজপুর একাদশ এবং বলিয়ারপুর একাদশ।