মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি আহত হয়েছে। শুক্রবার সকালের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার দিন বিরোধপূর্ন একটি জমি ঘেরাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আবুল হোসেন তার প্রতিপক্ষ কলিমুদ্দিনের ছেলে আকবরের বাড়িতে হামলা চালিয়ে আকবর আলী ও তার স্ত্রী সাহার বানুকে মারপিট করে। এতে স্বামী-স্ত্রী আহত হলে তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
