মেহেরপুর নিউজ:
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ডা. কাজী নাজীব হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ অলক কুমার দাস।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের এমটিইপিআই মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাসেম,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়, ছহিউদ্দীন ডিগ্রী কলেজের প্রভাষক আজাদুর রহমান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান,আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন।মূল প্রতিপাদের উপর আলোকপাত করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডঃ কামরুন্নাহার।