মেহেরপুর নিউজ:
৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে এ মেহেরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান।সহকারি প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মো: এনামুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির,অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল আজিম,আব্দুল জব্বার, মৎস্যজীবী প্রতিনিধি গুরুদাস হালদার প্রমূখ। পরে মেহেরপুরের ৩ টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয় ও ২৫ টি সমবায় সমিতিকে ফলজ ও বনজ বৃক্ষের চারা প্রদান করা হয়।