মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১৩তম জন্ম জয়ন্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রানালয়ের সচিব এম এ এন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি, অতিরিক্ত জেলা ম্যাজিস্টে আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন।
পরে সেখানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।