মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেন,আজ শনিবার থেকে জামায়াত শিবিরকে মেহেরপুরে নিষিদ্ধ ঘোষনা করা হলো। তিনি আরোও বলেন,আজকের পর থেকে মেহেরপুরের রাজপথে জামায়েত শিবির আর কোন মিছিল করতে পারবেনা।
আজ বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লা সহ সকল যুদ্ধপরাধীদের ফাঁসির দাবীতে শহর আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে চলা বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক মোল্লা, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী,মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আবুল কাশেম,জেলা যুবলীগের সেক্রেটারী সাজ্জাদুল আলম,যুগ্ম সম্পাদক নিশান সাবের,নিশান সাবের সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জয়নাল আবেদীন বলেন,গত কয়েক দিন আগে মেহেরপুরে জামায়েত শিবির সামসুজোহা পার্কে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। পুলিশ প্রশাসন তাদের কিভাবে সমাবেশ ও মিছিল করার অনুমতি দেয়। এটা আমার বোধগম্য হযনা।
প্রধান অতিথি বলেন,যখন সরকার সারা দেশে জামায়েত শিবির এর সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে। ঠিক সেই মূহূর্তে মেহেরপুরে পুলিশ প্রটেকশনে মিছিল মিটিং করেছে জামায়াত শিবির।
তিনি প্রশাসনকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এর পরে আর কোন দিন যেনো মেহেরপুরে জামায়েত শিবির মিটিং মিছিল করার অনুমতি না পায়।
