মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তৌফিকুর রহমান, সদও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম প্রমুখ। সভায় চলতি বছরে মেহেরপুর জেলায় ১০১ টি ভূমিহীন পরিবারের মধ্যে ৬.১৪২৮ একর খাস জমি বন্দবস্ত দেওয়া হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৪৮ জনকে ২.৮৪৫৮ একর, গাংনী উপজেলায় ৩৬ জনের মধ্যে ২.৪৭৫০ এবং মুজিবনগর উপজেলায় ১৭ জনের মধ্যে ০.৮২২০ একর জমি বন্দবস্ত দেওয়া হয়।
# নিজস্ব প্রতিনিধি #