মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের বাবুপুর এবং সদর উপজেলা টেংরামারী গ্রামে পৃথক পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ন বিভিন্ন খাদ্যপন্য রাখা,মূল্য তালিকা না থাকা ও নিষিদ্ধ পন্য রাখার অপরাধে ২ ব্যবসায় জরিমানা করা হয়েছে ।
বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এদিন দুপুরের দিকে মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামে তাপস ষ্টোরে অভিযান চালিয়ে মেয়াদবিহীন, মেয়াদোত্তীর্ন বিভিন্ন খাদ্য সামগ্রী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।দিকে এর আগে টেংরামারী গ্রামের মসার্স সাধনা স্বপ্না ট্রেডার্সে অভিযান চালিয়ে মেয়াদবিহীন, মেয়াদোত্তীর্ন বিভিন্ন খাদ্য সামগ্রী রাখার অপরাধে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অন্যদের মধ্যে সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলাম সহ পুলিশের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।