মেহেরপুর নিউজ,১৬ মার্চ:
জেলা প্রসাশক পরিমল সিংহ মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত কুচকাওযাজ পরিদর্শন করেন।
বৃহস্পতিবার বিকালে জেলা প্রসাশক পরিমল সিংহ মেহেরপুর স্টেডিয়াম মাঠে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জেলা প্রসাশক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া, সদস্য আনোয়ারুল হক শাহী তার সাথে ছিলেন। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দলনেতা স্মৃতি আক্তার প্যারেড পরিচালনা করেন ।