মেহেরপুর নিউজ,০৩ মার্চ:
সিঙ্গাপুরের দক্ষিন ম্যারিনা শহরে ২২তলা নির্মানাধীণ ভবন থেকে পড়ে নিহত তানিমের লাশ নিজ বাড়ি চাঁদবিলে পৌছেছে। আজ শুক্রবার রাত ১০ টার দিকে তার লাশ চাঁদবিলে পৌছেছে।
নিহত তানিমের লাশ নিজ বাড়িতে পৌছালে তার স্বজন, প্রতিবেশীদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারি হেয়ে উঠে।
নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, আগামী শনিবার সকাল ৯টার সময় চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা অনু্ষ্ঠিত হবে। জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, প্রেমিকার বিয়ের খবর পাওয়ার পর ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষন পর গত বুধবার সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০টার দিকে ২২তলা ভবন থেকে লাফিয়ে অাত্মহত্যা করেন তানিম হোসেন।
