মেহেরপুর নিউজ:
তেরঘরিয়া ঈদগাপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে তেরঘরিয়া ফিশ লান্ডিং প্লাটফর্মে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুতুবপুর ১ নং ওয়ার্ড সাবেক মেম্বার আব্দুল আওয়াল ভদ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সাইফুর রহমান।তেরঘরিয়া ঈদগাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য শওকত আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তেরঘরিয়া ঈদগাপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আফজাল হাবিব, মুজিবনগর উপজেলা সমবায় কার্যালয় এর সহকারী পরিদর্শক শাহিনুজ্জামান, প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তেরঘরিয়া ঈদগা পাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর চলতি অর্থবছরের আয়-ব্যয় সহ মুক্ত আলোচনা করা হয়।