মেহেরপুর নিউজ:
হঠাৎই জ্বালানি তেলের দাম বৃদ্ধির সংবাদে মেহেরপুরের পেট্রোল পাম্পগুলোতে রাত ১২টার আগে তেল বিক্রি বন্ধ করে দেয় পাম্প মালিকরা। শহরের প্রতিটি তেলের পাম্পে পর্যাপ্ত জ্বালানি তেল থাকলেও বাড়তি দামের আশায় তারা পাম্পে তেল বিক্রি বন্ধ রাখে। এদিকে একই কারণে পাম্পগুলোতে ভীর জমিয়েছেন মোটরযান ও মোটরসাইকেল চালকরা।
দীর্ঘ সময় এ পাম্প ও পাম্প ঘুরেও মিলেনি জ্বালানি তেল। খবর শুনে পাম্পে এসে দেখি কোন জ্বালানি পাম্প তেল সরবরাহ করছে না। বাড়তি দামে বিক্রি করার জন্য তারা মজুদ তেল সংগ্রহে রেখেছে। হঠাৎই জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ফিলং স্টেশনগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়, তেল বিক্রি করছে না পাম্প মালিকেরা। জ্বালানি তেলের দাম আবার বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।
গতকাল দিবাগত রাত ১২টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। গতারাত ১০টার পর এই সংবাদ ছড়ানোর পর থেকে মেহেরপুরের ফিলিং স্টেশন গুলোতে ব্যাপক ভিড় জমিয়েছে ক্রেতারা কিন্তু তেল বিক্রি বন্ধ করে দিয়েছে বিক্রেতারা এমন অভিযোগ ক্রেতাদের। তবে কিছু কিছু পাম্পে তেল বিক্রি করলেও ১০০ টাকার বেশি তেল কাউকেই দিচ্ছে না এমন অভিযোগও করেছে অনেক ক্রেতাদের। এ বিষয়ে পাম্প মালিকদের সাথে কথা বলতে গেলে তারা কোনো কথা বলতে রাজি হননি