মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ:
বৃহস্পতিবার জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্ম দিন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ, পুষ্পমাল্য অর্পন ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বিশেষ মঞ্চে জাতীর জনকের প্রতি শ্রোদ্ধা জ্ঞাপন করে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম, পুলিশ সুপার শাহরিয়ার, সিভিল সার্জন ড. আবদুস শহিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় মেহেরপুর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মেহেরপুর পৌরসভা, জাতীয় মহিলা সংস্থা, এলজিইডি, যুব উন্নয়ন অধিদপ্তর, বিএমএ, সরকারি মহিলা কলেজ, মেহেরপুর পৌর কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পন করা হয়। এসময় সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম, পুলিশ সুপার শাহরিয়ার, সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম প্রমুখ। পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। এর আগে সকালে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের নেতৃত্বে বিশাল র্যালিটি মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে প্রচন্ড কুয়াশা ভেদ করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম, পুলিশ সুপার শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোলা, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপনসহ মেহেরপুর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মেহেরপুর পৌরসভা, জাতীয় মহিলা সংস্থা, এলজিইডি, যুব উন্নয়ন অধিদপ্তর, বিএমএ, সরকারি মহিলা কলেজ, মেহেরপুর পৌর কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ, বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ’ শ’ ছাত্র-ছাত্রী র্যালিতে অংশ গ্রহণ করে।
এদিকে জাতীর জনকের জন্ম দিন উপলক্ষে মেহেরপুর জেলা ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাণ্য অর্পন করা হয়। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুলসহ দরীয় নেতা-কর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন। এ উপলক্ষে এ দিন বাদ যোহর জেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয় এবং একই দিন রাতে মেহেরপুর স্টেডিয়াম মাঠে ১৭ হাজার মোমবাতী প্রজ্জ্বলন করা হয়।
