মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত বাংলাদেশের সর্ববৃহৎ এবং স্বনামধন্য ওয়েবসাইট এটুআই.গভ.বিডি প্রকল্পের অধীনে এটুআই পোগ্রাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্বাবধানে পরিচালিত ৬ লক্ষ শিক্ষকের বিচরণ ভূমি, বিশ্বের সর্ববৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল শিক্ষক বাতায়নে জুন মাসের ২য় পাক্ষিকে দেশ সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন।
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ ফারুক হোসেন। তিনি মুজিবনগর উপজেলার প্রথম কোন শিক্ষক হিসাবে এই স্বীকৃতি লাভ করলেন। তিনি আইসিটি ফর এডুকেশন মেহেরপুরের জেলা এম্ব্যাসেডর।
শিক্ষক বাতায়নে ফারুক হোসেন এর নিজস্ব পেজে ১০০ এর অধিক কন্টেন্ট আপলোড করা আছে। তিনি শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য। এ ছাড়া ফারুক হোসেন ২০১৮ সালে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে ছিলেন যার জন্য তিনি ২০১৯ সালে সরকারিভাবে ভিয়েতনাম দেশ সফর করে এসেছেন। তিনি ২০১৯ সালে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
ফারুক হোসেন কাব স্কাউটিং শাখায় সি এ এল টি সম্পন্নকারী। করোনাকালীন বিদ্যালয় বন্ধের সময় তিনি বিভিন্ন ফেসবুক পেজে ১০০ এর অধিক লাইভ ক্লাস নিয়েছেন। এ ছাড়া ডিজিটাল প্রাইমারী এডুকেশন,মেহেরপুর ইউটিউব চ্যানেলে তার ৮টি ( সবথেকে বেশি) ভিডিও ক্লাস, মুজিবনগর ডিজিটাল প্রাইমারী এডুকেশন ইউটিউব চ্যানেলে ৭ টি (সবথেকে বেশি) ভিডিও ক্লাস আপলোড করা আছে। এ ছাড়াও মুজিবনগর ডিজিটাল প্রাইমারী এডুকেশন ইউটিউব চ্যানেল পরিচালনার ক্ষেত্রে তিনি অত্যান্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। করোনাকালীন ফারুক হোসেনের কার্যক্রম প্রংসার দাবিদার। একজন আদর্শ শিক্ষকের নাম মোঃ ফারুক হোসেন।