মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ফেব্রুয়ারী:
দেশ আজ মহা সংকটে, সরকার জনগণের ভয়ে পিছু হটছে, ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসাবে নব্য বাকশাল তন্ত্র কায়েম করতে চাই।
আজ শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন এ কথা বলেন।
তিনি আরো বলেন, কোন ষড়যন্ত্র জনতার এই অপ্রতিরোধ্য লড়াইয়ের কাছে দুর্নীতিবাজ সরকার রেহাই পাবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা মোমিনউদ্দিন মাস্টার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জাতীয় পার্টির জেলা সভাপতি শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএকে খায়রুল বাশার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, বুড়িপোতা ইউনিয়ন বিএনপি নেতা এ্যাডঃ এসএম সাইদুর রাজ্জাক টোটন, মোস্তাফিজুর রহমান বকুল, আব্দুল খালেক, ইসরাইল হোসেন মাস্টার, মনিরুল ইসলাম, আব্দুল লতিফ, সফিউদ্দিন মেম্বার প্রমুখ।
