মেহেরপুর নিউজ :
দেশের জনপ্রিয় নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য নিউজ২৪.কম’-এর মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সাহাজুল সাজু।
সোমবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বার্তা সম্পাদক রোকনুজ্জামান পিয়াস স্বাক্ষরিত নিয়োগপত্রটি গ্রহণ করেন তিনি। সাংবাদিক সাজু দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করে আসছিলেন।
সাংবাদিক সাজু মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত দবির উদ্দীনের ৬ ছেলে-মেয়ের সবার ছােট। দ্য নিউজ২৪ ডটকমে দায়িত্ব পাওয়ায় জেলার সংবাদকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক সাজু ।
সাংবাদিক সাজু সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা,গান ও কবিতা এবং নাটিকা লিখে থাকেন। এদিকে,সাংবাদিক সাজু দ্য নিউজ২৪ ডটকমে সুযােগ পাওয়ায় জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।