মেহেরপুরের নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অংকুর এর সংগঠকবৃন্দু।
সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে অংকুর সংগঠনের সভাপতি মো: নাছিম রানা বাঁধন এর নেতৃত্বে পুলিশ সুপারকে শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় করেন।
এ সময় অংকুর সংগঠনের সহ সভাপতি সাজু, ফারদিন, সাংগঠনিক সম্পাদক রিওন, অর্থ বিষয়ক সম্পাদক লিজা, যুগ্ম সম্পাদক তিথি, শিশু বিষয়ক সম্পাদক আবিদ, অংকুর এর সদস্য হিমেল, রাফিউল, জাবির, মিম, সৌরভী,ইনান, স্বাধীন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন ।