মেহেরপুর নিউজ :
আর মাত্র কয়েক ঘন্টা পর অমর একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি সম্মান জানানো শুরু হবে। অমর একুশে উপলক্ষে মেহেরপুর পৌর সভার উদ্যোগে মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার কে নব সাজে সাজানো হয়েছে।
শহীদ মিনারের প্রবেশদ্বার থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত আলপনা আঁকা হয়েছে, রঙিন আলোয় আলোকিত করা হয়েছে পুরো শহীদ মিনার চত্বর। একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ করা হবে। করোনা ভাইরাসের কারণে এবার শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ এর ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানকে স্বল্প পরিসরে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।