মেহেরপুর নিউজ,২২ সেপ্টেম্বর:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশা নারীর ক্ষমতায়নে বলিষ্ঠ নারী নেতৃত্বের কোনো বিকল্প নাই। তাই আজ সময় এসেছে সকল স্তরের নারীদের এগিয়ে আসার।
তিনি বলেন, এদেশের আর্থসামাজিক অবস্থার অগ্রগতির জন্য এদেশের সর্বমোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই আমাদের নারী উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং নারীর অবস্থান আরো শক্তিশালী ও দৃড় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য উপযুক্ত নারী জাগরণ প্রয়োজন। ফরহাদ হোসেন বলেন, নারীরা আর বঞ্চিত না থেকে দেশ গড়ার ক্ষেত্রে নতুন প্রজন্মকে সাথে নিয়ে এগিয়ে যাবেন।
ফরহাদ হোসেন মঙ্গলবার বিকালে যুব মহিলা আওয়ামীলীগের কার্যালয়ে নবগঠিত যুব মহিলা লীগের কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
যুব মহিলা লীগ নেত্রী লতিফন নেছা লতার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য পত্মী সৈয়দা মোনালিসা ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী শামিম আরা হীরা। বক্তব্য রাখেন যুব মহিলালীগের আহবায়ক সামিউন বশিরা পলি, যুগ্ম আহবায়ক নারগিস সুলতানা, অ্যাড. রুত শোভা মন্ডল, সদস্য রোজিনা খাতুন , সোনিয়া খাতুন, নুরুন নাহার, রোকসানা কামাল প্রমুখ। এর আগে নবগঠিত যুবমহিলালীগ কমিটির সদস্যদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।