মেহেরপুর নিউজঃ
ভবিষ্যৎ নেতৃত্ব, কিশোরদের নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবনে বৈশ্বিক অবদান রাখায় পিবিআইএফ ইন্টারন্যাশনাল ডিজিটাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন মেহেরপুরের শাহী আল-সাদাত। তার তৈরি এআই-ভিত্তিক প্ল্যাটফর্ম ‘What’ উদ্যোগের জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি।
তবে শাহী আল-সাদাতের জন্য এই অর্জন কেবল একটি পুরস্কারের গল্প নয় — এটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও মানুষের নিঃস্বার্থ ভালোবাসার সম্মিলিত ফল।
শাহী আল সাদাত মেহেরপুর শহরের ১ নম্বর ওয়ার্ড নতুন পাড়ার মোহা: শফিকুল ইসলাম ও মোছা: সুরাইয়া আক্তারের ছেলে। শাহী আল-সাদাত চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুর বালক উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।বর্তমানে সাদাত যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটিতে উমেন, জেন্ডার এবং সেক্সুয়ালিটি স্টাডি বিভাগে পূর্ণ স্কলারশিপে অধ্যয়ন করছেন। এর পাশাপাশি তার নাম যুক্ত হয়েছে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড, ৫০টির বেশি আন্তর্জাতিক স্বীকৃতি এবং ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ-২০২৪-এর মনোনয়নের তালিকায়। অ্যাওয়ার্ড লাভের পর শাহী আল-সাদাত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমার সফলতার পেছনে দুটি শক্ত ভরকেন্দ্র — আমার বাবা মো. শফিকুল ইসলাম এবং মেহেরপুরের সাবেক ডিসি শামীম হাসান স্যার। বাবা তখনই বিশ্বাস করেছিলেন, যখন কেউ করেনি। আর স্যার ছিলেন সেই মানুষ, যিনি সব সময় সঠিক পথে রাখতেন।’
সাদাত বলেন, তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন তার বন্ধু মাইশা মালিহা। তিনি স্মরণ করেন, ‘২০২৪ সাল ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। প্রত্যাখ্যান, ভয় আর আত্মহত্যার চিন্তা ঘিরে ধরেছিল আমাকে। সেই সময়ই মালিহার সাথে পরিচয়। ফেসবুকে তার ফ্রেন্ড রিকুয়েস্ট আসলে ভেবেছিলাম সিনিয়র কেউ। পরে স্টার্টআপ আইও-এর কাজে আমরা একসঙ্গে যুক্ত হই। একটি ৩৮ মিনিটের ফোনকলই আমাকে বাঁচিয়ে দেয়।
২০২৪ সালের অন্ধকার সময়ে, আমি যখন আত্মহননের দ্বারপ্রান্তে, তখন মালিহার নীরব উপস্থিতিই আমাকে ফিরিয়ে আনে।’এর আগেও ২০২৪ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এবং ২০২৪ সালে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডও লাভ করে।সে সকলের কাছ থেকে দোয়া কামনা করেছেন।