মেহেরপুর লেডিস ক্লাবের উদ্যোগে ক্লাবের সহসভাননেত্রী,পুলিশ সুপার পত্মী নাদিয়া আফরোজকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যার আগে মেহেরপুর লেডিস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সহসভানেত্রী শারমিন আখতারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী সহসভানেত্রী নাদিয়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পত্মী তাইয়েবা বিনতে তালিব। অনুষ্ঠানে বিদায়ী সহসভানেত্রী ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।
# নিজস্ব প্রতিবেদক #