মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ফেব্রুয়ারী:
এ যুদ্ধ কোনো ক্ষমতা দখলের যুদ্ধ নয়। এ যুদ্ধ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার যুদ্ধ-এ প্রতিপাদ্য দাবীর সাথে একাত্মতা পোষন করে প্রজস্ম চত্বর শাহবাগ ঘোষীত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে অনুষ্ঠিত হয় মেহেরপুরের আলোক বন্ধন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় মেহেরপুর প্রেসক্লাব চত্বরে যুদ্ধ অপরাধী কাদের মোল্লাসহ সকল যদ্ধপরাধীদের ফাঁসীর দাবীতে প্রজন্ম মুজিবনগর এ আলোক বন্ধনের আয়োজন করে।
আলোক বন্ধনে ডা. আবুল বাশার, এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,সাজ্জাদুল আলম,নাসির উদ্দিন,নুরুল ইসলাম,নিশান সাবের, মাহবুবুল হক মন্টু.মাহবুব চান্দু,শেখ মোমিন,আতিকুর রহমান স্বপন,মোহনসহ শত শত নারী , শিশু,শিক্ষক,পেশাজীবি ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করে।
এ সময় আলোক বন্ধন চত্বর স্লোগানে স্লোগানে কম্পিত হতে থাকে। “পক্ষ নিলে রক্ষা নাই,রাজাকারের ফাঁসি চাই”,“পদ্মা মেঘনা যমুনা,তোমার আমার ঠিকানা”,“ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,যুদ্ধাপরাধীদেরর ফাঁসি চাই”,“মুক্তিযুদ্ধের চেতনায়,কারোর সাথে আপোস নাই”,“বুকের মাঝে জ্বলছে আগুন,প্রাণে প্রাণে ছড়িয়ে দাও” এ ধরনের বিভিন্ন স্লোগানে এক গনজাগরনের সৃষ্টি হয়।