মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জানুয়ারী:
আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনালের দেওয়া আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় ঘোষণা অভিনন্দন জানিয়ে এবং ফাঁসির রায় দ্রুত কার্যকার করার দাবীতে সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে।
গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু,সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে আনন্দ র্যালিটি গাংনী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে গাংনী উপজেলা কাথুলি মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন,সভাপতি হাসান রেজা সেন্টু,সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিলন হোসেন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব,ছাত্র নেতা তুহিন আহম্মেদ,ইনতাজুল হক,জাহাঙ্গীর আলম প্রমুখ।
অপরদিকে, আজ সন্ধ্যার পরে বাচ্চু রাজাকারের রায় ঘোষনা করায় মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।