মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ:
বিএনপি’র মহাসচিব অ্যাড. খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার মেহেরপুর জেলা বিএনপি ও শহরের নতুনপাড়া মোড়স্ত বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমীতসহ কালো পতাকা উত্তোলন করা হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এদিন সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধ নমীত রেখে উত্তোলন করেন। এসময় পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস কালো পতাকা উত্তোলন করেন। এদিকে একই দিনে মেহেরপুর শহরের নতুনপাড়া মোড়স্ত বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমীতসহ কালো পতাকা উত্তোলন করা হয়। বিএনপি নেতা জামিলউদ্দিন কামেল, নুরুল ইসলাম মুকুল ও মনিরুল ইসলাম পতাকা উত্তোলন করেন। এ দির মেহেরপুর বিএনপি’র নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারন করেন। পরে উভয় স্থানে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
