মেহেরপুর নিউজ:
বিকাশের দোকান থেকে ভুয়া ম্যাসেজ দেখিয়ে ১৫ হাজার টাকা তোলার পর একই কায়দায় অপর দোকানের ভুয়া মেসেজ দেখিয়ে টাকা তুলতে গিয়ে ধরা খেলো জহিরুল ইসলাম ২৬ নামের এক যুবক। জহিরুল ইসলাম ভোলার মোহাম্মদ আলী ছেলে।
রবিবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক জহুরুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জানা গেছে জহুরুল ইসলাম সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের কাঁসারী বাজার এলাকার ফেমাস স্টেশনারি মালিক সদরুল আলমের কাছ থেকে বিকাশে ভুয়া মেসেজ দেখিয়ে ১৫ হাজার টাকা তুলে নিয়ে আসার পরপরই জহিরুল ইসলাম শহরের হোটেল এলাকার ভোরের স্বপ্ন এন্টারপ্রাইজের মালিক মিয়ারুল ইসলামের কাছে গিয়ে একই কাদায় ১৫ হাজার টাকা তোলার চেষ্টা করে। এ সময় মিয়ারুল ইসলাম তার বিকাশের হিসাব নাম্বার পরীক্ষা করে দেখে কোন টাকা আসেনি। বিষয়টি টের পেরে সেখানে শটকে পড়ে।
পরে খোঁজাখুঁজির পর জহিরুলকে আটক করে। পরে মিয়ারুল ইসলাম ৯৯৯ নম্বারে ফোন করে পুলিশকে জানালে মেহেরপুর ডিবি পুলিশের দল এসে তাকে নিয়ে যায়