মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, মুজিববর্ষের শতঘন্টা মুজিবচর্চা সহ বিভিন্ন ধরনের বই বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বই তুলে দেয়া হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে বই বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।