মেহেরপুর নিউজ:
মেহেরপুর বুড়িপোতা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুলাল হোসেন নামের এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আবু সাঈদ এবং আলাদা নামের আরো দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের মদন কুমারের ছেলে, আহত আলাল নিহত দুলালের ভাই এবং আবু সাঈদ একই গ্রামের আকবর আলীর ছেলে।
জানা গেছে ঘটনার সময় বুড়িপোতা গ্রাম থেকে ৩ যুবক মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা মারে। এসময় তিনজনে আহত হলে তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুলাল মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের ব্যাপক ক্ষতি হয়।