মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারী:
অবশেষে ওপার বাংলায় নিহত বাংলাদেশী সন্ত্রাসী মিল্টনের লাশ বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। আজ বুধবার মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী ( বিএসএফ) এর মধ্যে পতাকা বৈঠকের পর বিজিবি’র কাছে নিহত সন্ত্রাসী মিল্টনের লাশ হস্তান্তর করে বিএসএফ।
কাজীপুর সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৬/৬এস এর নিকটে আজ বুধবার বেলা সাড়ে ১২ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিজিবি’র কাছে লাশ হস্তান্তর করেন তারা।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডারগার্ড বাংলাদেশের প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আজিজ ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৮৫ বিএসএফ এর ফুলবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার গাওরাসিয়া।
এসময় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান,কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হোসাইন,ভারতের নদীয় জেলার মুরঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান মৃধা, উপ-পরিদর্শক সুনিল কুমার সিকদার উপস্থিত ছিলেন।
এদিকে বেলা আড়াইটার সময় কাজীপুর বিজিবি ক্যাম্পের কাছ থেকে লাশ গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান খানের হাতে হস্তান্তর করা হয়।
ওসি মিজানুর রহমান জানান,লাশের সুরত হাল রিপোর্টের পর ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, কাজীপুর গ্রামের বাগু হোসেনের ছেলে একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার আসামী সন্ত্রাসী মিল্টন কে সোমবার রাতে ভারতের নদীয়া জেলার মুরঠিয়া থানার কাইচিডাঙ্গা সব্জীপাড়া নামক এলাকায় সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা হামলা করে হত্যা করে।
