মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ১ জন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মোহাম্মদ মোস্তফা কবীর তার মনোনয়নপত্র প্রত্যয় করে নেন। মুজিবনগর উপজেলার নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার শেখ তানভীর জামানের নিকট মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্বাচনে মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমানে ৪ জন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। এরা হলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, নুরুল ইসলাম, আবল বাসার এবং শহিদুল ইসলাম।