মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ফেব্রুয়ারী:
অরণি থিয়েটারের আয়োজনে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগীতায় মহান একুশে উপলক্ষে মেহেরপুর সামসুজ্জোহা পার্কে ৩ দিন ব্যাপী খুলনা বিভাগীয় নাট্য উৎসব শুরু হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে খুলনা বিভাগীয় নাট্য উৎসবের উদ্বোধন করেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন । এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় নাট্য ফেডারেশনের সম্পাদক নাজিমদ্দিন জুয়েল,মেহেরপুর অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের প্রমুখ। নাট্য উৎসবের প্রথম দিনে নাটক মঞ্চায়ন করে ঝিনাইদহের অঙ্কুর নাট্য গোষ্ঠি।
অরনির সভাপতি নিশান সাবের মেহেরপুর নিউজকে বলেন, ৩ দিন ব্যাপী এই নাট্য উৎসবে অংশ গ্রহন কারী সংগঠন গুলি হলো, যশোর-বিবর্তন, অঙ্কুর-ঝিনাইদাহ, চিত্রা-নড়াইল, সম্প্রাতিক- দর্শনা, বাংলা থিয়েটার-কুষ্টিয়া ও মেহেরপুরের অরনি থিয়েটার। ৩ দিন ব্যাপি নাট্য উৎসব আগামী ১৭ ফেব্রুয়ারী পযন্ত চলবে।
