মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জানুয়ারী:
মেহেরপুর সরকারি মহিলা কলেজ ছাত্রী নিবাসের সুপার আব্দুর রাজ্জাক ও সহকারি সুপার ফুয়াদ খানের বিদায় এবং আফতাবউদ্দিন ও খসরু ইসলামের যোগদান উপলক্ষে সোমবার রাতে সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান আলীর সভাপতিত্বে বিদায় ও বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত হোষ্টেল সুপার প্রভাষক আফতাবউদ্দিন, বিদায়ী সহকারি হোষ্টেল সুপার প্রভাষক খসরু ইসলাম, সুপার আব্দুর প্রভাষক রাজ্জাক ও সহকারি সুপার প্রভাষক ফুয়াদ খান, মাজেদা খাতুন, ছাত্রী মেরিনা, শাকিলা, শাপলা প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত সুপারদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
