মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগামী ২০ অক্টোবর মেহেরপুরের মুজিবনগর আসছেন।
“মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র স্থাপন “শীর্ষক নতুন প্রকল্পের কার্যক্রম চূড়ান্ত করণের নিমিত্তে প্রকল্প এলাকা পরিদর্শন, প্রকল্পের কার্যক্রম ও ব্যয় পর্যালোচনা বিষয়ক সভায় যোগদান করার লক্ষ্যে মন্ত্রীর এই সফর।
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। সূচী অনুযায়ী সোমবার রাতে মন্ত্রী মুজিবনগরে পৌঁছাবেন এবং পরদিন মঙ্গলবার মুজিবনগর পরিদর্শন ও সভায় যোগদান করবেন।