মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুলাই:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়ে ২৩ পুরিয়া গাঁজা সহ বেলায়েত(৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। আটকের পরপরই ডিবি পুলিশ তাকে মাদকদ্রব্য সহ মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মুজিবনগর থানার ওসি জানান,আটক বেলায়েত এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
ডিবি পুলিশ জানায়,আজ রোববার বেলা ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই কাফরুজ্জামানের নেতৃত্বে মেহেরপুর জেলা ডিবি পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়ে অভিযান চালায়। পুলিশ গাঁজা বেঁচাকেনার সময় ২৩ পুরিয়া হেরোইন সহ মেহেরপুর জেলা শহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আতলেম শেখের ছেলে মাদক ব্যবসায়ী বেলায়েত(৩৮) কে আটক করে।
