মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ:
মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মিনারুলের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদটাকা,স্বর্নালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা যায়,রোববার দিবাগত রাত ২টার দিকে মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামে জালাল উদ্দিনের ছেলে মিনারুলের বাড়িতে এক দল ডাকাত প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা ,মুখ বেঁধে ফেলে। এসময় ডাকাত দল নগদ ৩০ হাজার টাকা, স্বর্নালংকার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
বাড়ির মালিক মিনারুল ঐ রাতে ঢাকা থেকে বাড়িতে ফিরে বাড়ির সদস্যদের হাত-পা বাঁধা দেখে তাদের বাধন মুক্ত করে পুলিশকে খবর দিলে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মেহেরপুর নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। যাওয়ার আগে ডাকাত দল ডাকাতি সেরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।