মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগরে মনি উকিলের আমবাগান থেকে ৫দিন আগে আত্মহত্যাকারী এক যুবকের লাশ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। নিহত যুবক মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের খোকা হালসনার ছেলে সাহাবদ্দিন (২২) ।
সাহাবদ্দিনের পিতা খোকা হালসনা জানান,গত শুক্রবার গম মাড়াইকে কেন্দ্র করে পরিবারের লোকজনের সাথে রাগারাগি করে সে বাড়ি থেকে চলে যায়। পরে ঐদিন বিকাল ৩টার দিকে সে মোবাইল ফোনে জানায় আত্মহত্যাকরার জন্য বিষপান করেছে। এরপর থেকে বিভিন্ন স্থানে খোজাখুজি করে তাকে আর পাওয়া যায়না। অবশেষে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গৌরিনগরের একআমবাগানে একজনের লাশ পরে আছে এমন খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে তার লাশ শনাক্ত করে বলে জানায় তার পিতা।
এদিকে এ খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।