মেহেরপুর নিউজ:
মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর মিশন হাসপাতালে মাস্ক, হেন্ড গ্লোভস ও সাবান প্রদান করা হয়েছে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি এসব উপকরণ প্রদান করেন।
শনিবার বল্লভপুর মিশন হাসপাতালে পক্ষে সুজিত মন্ডলের হাতে মাস্ক, হেন্ড গ্লোভস ও সাবান হস্তান্তর করা হয়। এসময় বাগেয়ান ইউপি সদস্য মিঃ শংকর বিশ্বাস বিশ্বাস উপস্থিত ছিলেন।