মুজিবনগর প্রতিনিধি:
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি””আপনার পুলিশ আপনার পাশে,””তথ্য দিন সেবা নিন” এই স্লোগান সামনে রেখে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে ভবেরপাড়া বিট পুলিশিং কার্যালয়ে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,ধর্ষন,নারী ও শিশু নির্যাতন ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিবারণকল্পে মতবিনিময় সভা করা হয়েছে।
শনিবার বেলা এগারোটার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবেরপাড়া বিট পুলিশিং কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভবেরপাড়া বিট পুলিশিং কার্যালয়ের মতবিনিময় সভায় ৫ নং ভবেরপাড়া বিট পুলিশিং কার্যালয়ের ইনচার্য এস আই মোমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি) আব্দুল হাশেম বলেন,মুজিবনগর উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়ে মুজিবনগর থানা গঠিত হয়।
এই থানার অনেক গ্রাম থানা থেকে দুরে অবস্থিত হওয়ায় সাধারন জনগনকে যে কোন ধরনের সেবা নিতে কষ্ট করে থানায় আসতে হয়। আর যেন কাউকে থানায় যেতে না হয় তাই সকলের দোর গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলী স্যার এর নির্দেশে এবং সার্বিক তত্বাবধায়নে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং এর কার্যালয় চালু করা হয়েছে। আপনারা যে কোন ধরনের ছোট খাটো সমস্যা এই বিট পুলিশিং এর কার্যলয় থেকে সমাধান করতে পারবেন।
তিনি আরো বলেন, প্রত্যেকটি বিটে এক জন এসআই, একজন এএসআই এবং দুজন কনষ্টেবল আপনাদের সেবাই নিয়জিত থাকবে। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি মুজিবনগর থানা অফিসার ইনচার্য আব্দুল হাশেম অনুষ্ঠানে উপস্হিত সুধিমন্ডলি ও সাধারণ জনগনের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে এড: সিরাজুল ইসলামের সণ্ঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেদারগন্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক,বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাবউদ্দীন,দিলিপ মল্লিক,মহিলা সদস্য নার্গীস খাতুন সহ এলাকার সাধারণ জনগন এবং উল্লেযোগ্য মহিলা বৃন্দ। উল্যেখ্য, মুজিবনগর উপজেলার চার ইউনিয়েনে মোট ৫ টি বিট পুলিশিং কার্যালয়ের কার্যকম চালু রয়েছে।