মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ আগষ্ট:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক মোল্লা পুনরায় দ্বায়িত্বভার গ্রহন করেছেন। আজ সোমবার সকালে প্যানেল চেয়ারম্যান আতিয়ার রহমান শফিক মোল্লাকে দ্বায়িত্ব বুঝিয়ে দেন।
এর আগে গতকাল হাইকোর্টে তার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ হলে তাকে পুনরায় দায়িত্ব গ্রহন করার আদেশ দেয় মন্ত্রনালয়।
এদিকে এ ঘটনায় শহীদ সামসুজ্জোহা পার্কে শফিক মোল্লাকে ফুলেল সংবর্দনা দেয়া হয়েছে।এ সময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আশকার আলী,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা সহ শতশত নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে ২’শতাধীক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রার মাধ্যমে শফিক মোল্লাকে মোনাখালী ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য,২০১২ সালে একটি ঘটনায় শালিস করাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মুজিবনগর উপজেলার শিবপুর ও রামনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় শিবপুর গ্রামের মোমিনুল ইসলাম বাদী হয়ে শফিক মোল্লার নামে ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ ধারায় একটি মামলা দায়ের করে।
অপরদিকে, একই ঘটনায় রামনগর গ্রামের জেহের আলী বাদী হয়ে সদস্য রফিকুল ইসলামকে আসামি করে একই ধারায় মামলা দায়ের করে। থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোছা. সামসুন্নাহার স্বাক্ষরিত বহিষ্কারাদেশ আজ বুধবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মোনাখালি ইউনিয়ন পরিষেদ কার্যালয় পৌছায়।