মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মার্চ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পূর্ব পাড়ার জমির শেখের ছেলে মান্নান শেখের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদল নগদ ৪০ হাজার টাকা,স্বর্নালংকার,জামা কাপড়সহ আনুমানিক ২ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় এলাকাবাসীকে আতঙ্কিত করতে ২ টি বোমার বিষ্ফোরন ঘটায় ডাকাতিরা।
জানা যায়,সোমবার দিবাগত রাত ২ টার দিকে একদল ডাকাত মুজিবনগর উপজেলার রতনপুর পূর্বপাড়ার জমির শেখের ছেলে মান্নান শেখের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে নগদ টাকা,স্বর্নালংকার,জামা কাপড়সহ আনুসানিক ২ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী জানতে পেরে চিৎকার শুরু করলে ডাকাতদল ২টি বোমার বিষ্ফোরন ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে পালিয়ে যায়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম মেহেরপুর নিউজকে জানান,এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় আজ রাত থেকে পুলিশ টহল জোরদার করা হবে।
উল্লেখ্য,রোববার রাতে মুজিবনগর উপজেলার গৌরিনগরেও ডাকাতি হয়। পরপর দু’রাত একই এলাকায় ডাকাতি সংঘটিত হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
