মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মাতৃক্লাবের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ইম্প্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুর প্রোগ্রাম অফিস।
বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে মুজিবনগর উপজেলা ভবেরপাড়া ইদগাহ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক সফিকুল ইসলামের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার।
ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রামের উপজেলা ম্যানেজার সোহেল আহম্মেদের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু,বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও বিটিভি এর মেহেরপুর প্রতিনিধি সাংবাদিক আলামিন হোসেন। মু
জিবনগরে করোনায় ক্ষতিগ্রস্ত মাতৃক্লাব মধ্যে বৃহস্পতিবার বাগোয়ান ইউনিয়নের ১০ টি মাতৃক্লাবের ২৫০ জন সদস্যর মাঝে ২৫ কেজি চাউল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি লবণ, ২ কেজি পেয়াজ, ৫টি সাবান ও ৫টি মাস্ক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বাকি ৩ টি ইউনিয়নের মাতৃক্লাবের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জানান, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক সফিকুল ইসলাম।