মেহেরপুর নিউজ:
শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে এবং প্রধান শিক্ষকের নবম গ্রেডে বেতন নির্ধারণ করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন করা হয়। মুজিবনগর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সেখানে বক্তব্য রাখেন সহকারি প্রাথমিক শিক্ষক শফিকুল ইসলাম, ফারুক হোসেন, আরিফুল ইসলাম, বখতিয়ার উদ্দিন, আলমগীর হোসেন আমিনুর রহমান প্রমূখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।