মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগরে বজ্রপাতে উকিল (৩৪) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৫ টার দিতে বড় ভাই ইখতারের আম বাগানে আম কুড়াতে যেয়ে তার মৃত্যু হয়।
উকিল মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত, তেতুলির ছোট ছেলে। জানা গেছে,ইখতারের আম বাগান বাড়ির পাশের একটি মাঠের ভিতর।
তার বাগানে আজ আম ভাগনো চলছিলো। কিন্তু আম ভাঙানোর পর হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড়-বৃষ্টি শুরু হলে সে ভায়ের বাগানে আম কুড়াতে যায়। আম কুড়ানো অবস্থায় বজ্রপাত হলে সে ছিটকে মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে মুজিবনগর সরকারী স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে যায়।হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।