মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মার্চ:
মুজিবনগর বিএনপি’র যুগ্ম সম্পাদক হামিদুর রহমান হেলাল ও তার মেয়ে হাবিবা খন্দকার সেতু হত্যার প্রতিবাদে বিএনপি’র ডাকা আজ রোববার মুজিবনগর উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
হরতালের কারনে উপজেলায় কোনো যানবাহন চলছে না। ছেড়ে যায়নি কোনো দুরপাল্লার বাস। এছাড়া মুজিবনগর উপজেলার অধিকাংশ দোকান পাট বন্ধ ছিলো।
অপরদিকে, হরতাল সফল করতে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আমিরুল ইসলাম দলীয় নেতাকর্মী নিয়ে কেদারগঞ্জ বাজারে খন্ড খন্ড গনসংযোগ করেছেন বলে খবর পাওয়া গেছে।
তবে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো।
