মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট:
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিনের হাত ও পায়ের রগ কেটে দেওয়ার প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুজিবনগর উপজেলা ছাত্রলীগ।
আজ শনিবার বিকেলে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা ভাইস চ্যেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান চাঁদু। সভাপতিত্ব করেন,মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সম্পাদক বারিকুল ইসলাম লিজন, বাংলাদেশ কর্মচারী সংহতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সম্পাদক আসিফ ইকবাল বিদ্যুৎ, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদ, মহাজনপুর ইউ পি ছাত্রলীগের সভাপতি ইউনুচ আলী, মোনাখালি ইউ পি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সম্পাদক মিঠু প্রমুখ।
এর আগে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মুজিবনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেদারগঞ্জ বাজারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
