মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সাবিহা আক্তার ও তাজু মীর নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার বিকেলের দিকে মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক সাবিহা আক্তার মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রামের আসকার আলীর স্ত্রী এবং তাজু মীর মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া গ্রামের রাজা মীরের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এসআই সুব্রত পাল, এসআই মোমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গৌরিনগর মসজিদের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে।