মেহেরপুরের মুজিবনগরে “আমিই স্বপ্ন আমিই পৃথিবী”এই মূলসুরকে সামনে রেখে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের প্রত্যয় এবং নিজের স্বপ্ন বাস্তবায়িত করার অঙ্গীকার নিয়ে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন এর ৬ নম্বর ওয়ার্ড সদস্য মি: বাবুল মল্লিকের উদ্যোগে এবং বল্লভপুর ইয়োথ-কাম কমিউনিটি সেন্টারের আয়োজনে, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে দিন ব্যাপি এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বল্লভপুর ইম্মানূয়েল চার্চে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুত শোভা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ভিন্সেন্ট মন্ডল, বীর মুক্তিযোদ্ধা পটলা মল্লিক, নারীনেত্রী মঞ্জু মল্লিক, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গনা মন্ডল, সাধারণ সম্পাদক মাইকেল মন্ডল টুইস, ইয়োথ কাম কমিউনিটি সেন্টারের সভাপতি সবুজ মল্লিক।
সেমিনারে আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্যায়ক্রমে ছাত্র-ছাত্রীদের মাঝে সমাজ উন্নয়নমূলক এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।দিন ব্যাপি পর্যায় ক্রমে আলোচনা করেন, ট্রান্সকম কোম্পানির ফাইনান্স একাউন্টস অফিসার মিস্টার টুটুল মন্ডল, বল্লভপুর মিশন হাসপাতালে এডমিন আলফ্রেড বিনিময় বিশ্বাস, যুবনেতা হাসানুজ্জামান লালটু। এ সময় উপস্থিত ছিলেন চার্চ কমিটির সদস্য সদস্যাবৃন্দ এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।সেমিনারে ৭০ জন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন