মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগরে ৪৪ বতল ফেনসিডিলসহ রাজু আহম্মেদ(৩৫) ও কামিনি খাতুন (৩৮) নামের দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
বুধবার দুপুরে মুজিবনগর উপজেলার দারিয়াপুর কালীতলা মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃত উভয়েই মেহেরপুর সদর উপজেলার বাড়িবাক গ্রামের খোদা বক্স এর ছেলে-মেয়ে।তারা উভয়েই দুইজন আপন ছোট-বড় ভাই বোন।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান,মাদক ব্যাবসায়ীরা ফেনসিডিল ক্রয় করে দারিয়াপুর থেকে বাসে উঠে ঢাকা যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার সেকেন্ড অফিসার এসআই মোমিনুর রহমান ও এএসআই নাজমুল হাসান সেখানে অভিযান চালায়। পরে মাদক ব্যাবসায়ীদের দারিয়াপুর কালীতলার মোড়ে দেখতে পেলে তাদের শরিল তল্লাশী করা হয়। শরীল তল্লাশী করে ল্যাপটপের ব্যাগের ভিতরে সাজিয়ে রাখা ৪৪ বতল ফেনসিডিল পাওয়া যায়।
এ সময় ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের নামে মাদকের মামলা পক্রিয়াধীন।