মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ব্রাক পরিচালিত কর্মসূচি পরিদর্শন করেছেন। দুপুরের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ব্র্যাকের মুজিবনগর কার্যালয় পরিদর্শন শেষে সংস্থার উন্নয়ন সম্পর্কে অবগত হন এবং পরবর্তী তিনি মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথমে মুজিবনগর উপজেলার পুরন্দরপুর বাজার সংলগ্ন পুরন্দরপুর মহল্লা স্বাস্থ্য ফোরাম পরিদর্শন করেন।
সেখানে ব্র্যাক স্বাস্থ্য কর্মী সচেতনামূলক কার্যক্রম ও গর্ভবতী মায়েদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপস্থিত মায়ের সাথে কথা বলেন। এবং তাদের খোঁজখবর নেন। পরবর্তী পার্শ্ববর্তী মহল্লায় স্বাস্থ্য ক্যাম্প পরিদর্শন করুন এবং সেখানে তিনি সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুর জন্ম নিবন্ধন এর উপর গুরুত্বআরোপ করপন এবং সকলকে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের অনুরোধ করেন। এছাড়া বাল্যবিবাহ বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ব্রাক থেকে সেবা নিয়ে সুস্থ হয়েছেন এমন ব্যাক্তি এবং যক্ষা রোগীদের সাথে কথা বলেন।পরিদর্শনকালে ব্রাকের স্বাস্থ্য সেবা নিয়ে রোগীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনের সময় মেহেরপুর বিডিসি’র কর্মকর্তা শেখ মনিরুল হুদা, কুষ্টিয়া বিডিসি’র কর্মকর্তা অমরেশ চন্দ্র দাস, এ এম এইচ এনপিপি’র নুরুল আমীন,ইউ এ এম সমীর কুমার বিশ্বাস, এ এম দাবি সুবোধ কুমার মন্ডল, এএম প্রগতি শাহরিয়ার, ভিডিইউ হাসানুজ্জামান প্রমুখো উপস্থিত ছিলেন।